শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের চার্জশিটের সবকটিতে পার্থর নাম। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে মূল চক্রী হিসেবে উল্লেখ, খবর সূত্রের। নাম প্রাক্তন পিএ, এসএসসি-র প্রাক্তন চেয়ারপার্সন, নাইসা আধিকারিকের। এপ্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'তাঁর নাম তো থাকবেই।'