'১০০ দিনের কাজের মজুরির থেকেও কম টাকা দিচ্ছেন। এর থেকে লজ্জার কী আছে ? মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী তো এসব দেখতে পান না। বিদেশে গিয়ে হারমোনিয়াম বাজাচ্ছেন। ওখানে হারমোনিয়াম না বাজিয়ে পশ্চিমবঙ্গে অর্থনীতিটা ঠিক করুন।' তপনের নাথানিয়াল মুর্মু কলেজের বিজ্ঞপ্তিকে হাতিয়ার করে রাজ্য সরকারকে আক্রমণ সুকান্ত মজুমদারের।