যুবভারতীকাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, 'ওই দুই মন্ত্রীর ইস্তফা নয়, ইস্তফা মানে তো সসম্মানে বেরিয়ে যেতে দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর উচিত ছিল কান ধরে ওকে বসিয়ে দেওয়া। সাসপেন্ড করে দেওয়া বা ওকে নিজের পদ থেকে সরিয়ে দেওয়া। এটা অত্যন্ত প্রয়োজন ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী কিছুই করেননি। ডিজিপি যদি দায়ী হয়, রাজীব কুমারের উপর যদি দায় চাপানো হয়, তা হলে পুলিশমন্ত্রী কেন দায়ী হবে না?'