ফের বামপন্থী ও কংগ্রেসীদের বার্তা শুভেন্দুর (Suvendu Adhikari)। 'সিপিএমের অনেক লোক ঘরে বসে আছেন। ২-৩ জন প্রাক্তন বামপন্থী ও প্রাক্তন কংগ্রেসী আমার সঙ্গে দেখা করেছেন। প্রাক্তন বামপন্থী ও কংগ্রেসীরা বর্ষীয়ান পরামর্শদাতা হিসাবে আমাদের সঙ্গে যুক্ত হোক। আমাদের দলের অনেকের পঞ্চায়েত চালানোর অভিজ্ঞতা নেই', মানুষের পঞ্চায়েত গড়তে বাম-কংগ্রেসের প্রাক্তনীরা আমাদের পরামর্শ দিতে পারেন, আহ্বান শুভেন্দুর।