রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'মুখ্যমন্ত্রীর প্রথম দায় স্বীকার করা উচিত। তিনি ক্ষমা চাইবেন কেন? তিনি দায় স্বীকার করে কেন গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গিয়েছিলেন, সেই ব্যাখ্যা দিন। উনি কেন তাঁর পুলিশকে অনুমোদন দিয়েছিলেন, ফুল প্রুফ না করে? তার জন্য রাজীব কুমারকে কেন শোকজ করবেন। রাজীব কুমারকে এবং বিধাননগরের সিপিকে বরখাস্ত কেন করছেন না, ডিপার্টমেন্টাল সাসপেন্ড কেন করছেন না? রাজীব কুমার তো অ্যাক্টিং ডিজি। তাঁকে কেন সরাচ্ছেন না। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস একটা দফতরের মন্ত্রী নন। তিনি একইসঙ্গে বিদ্যুৎ এবং আবাসন দফতরেরও মন্ত্রী। একইভাবে সুজিত বসু, যিনি রাস্তায় দাঁড়িয়ে কম্প্লিমেন্টরি টিকিট বিলি করেছেন, তিনি ফায়ার ব্রিগেড দফতরের মন্ত্রী। তাঁদের মন্ত্রীসভা থেকে বরখাস্ত করে তদন্তের নির্দেশ কেন দিচ্ছেন না?'