সঙ্গীত উৎসব প্রসঙ্গে, ফের নাম উচ্চারণ করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ফের কবিতা কটাক্ষ করে বললেন, 'ওনার সঙ্গে লতা-আশাদের কথা হত। সন্ধ্যাদি ওনাকে গান শিখিয়ে গিয়েছেন। অনুপ ঘোষাল ওনাকে সুর দিতেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো একাই গান করবেন। আর অন্য কাউকে গান শুনতেও দেবেন না।..'