'উত্তরবঙ্গকে কীভাবে মুখ্যমন্ত্রী অবহেলিত করেছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, প্রকাশ্যে আনব', এদিন বলেন শুভেন্দু (Suvendu Attacks Mamata)। মনে-প্রাণে উত্তরবঙ্গকে হিংসা করেন মমতা, বললেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)।