কেন্দ্রীয় এজেন্সি ইস্যুতে কুণালের নিশানার পাল্টা বিস্ফোরক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'ইডি বা তদন্তকারী সংস্থা যদি ঠিক মতো তদন্ত করে, তাহলে এমন একটা বড় জেলের দরকার হবে, অস্থায়ীভাবে আর্মির কাছ থেকে ব্রিগেড বা শহিদ মিনার চেয়ে, জেল বানাতে হবে।'