ভবানীপুর কেন্দ্রের নাম বাদ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'একটা বুথে ৮০০ থেকে ১২০০ ভোটার থাকে। সেক্ষেত্রে ১২৭টি নাম বাদ যাওয়া মানে শতকরা ১০ শতাংশেরও বেশি নাম, একটা বুথে ৮জন ১০জনের নাম বাদ যাওয়া স্বাভাবিক।'