'বামেদের পচন তো অনেক পড়ে ধরেছে, ...৭৭-৭৮ সালে যাঁরা প্রমোদ দাশগুপ্ত, বিনয় চৌধুরী, গীতা মুখোপাধ্যায়ের সঙ্গে বামপন্থী আন্দোলন করেছেন, তাঁরা ১০০ শতাংশ সৎ', ফের বামেদের একাংশের প্রশংসা শোনা গেল বিরোধী দলনেতাদের কথায়।