পরিবর্তনের অনেক আশা জাগিয়েও তা পূরণ করেননি বল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী বললেন, বদল চাই, বদলা নাই। বললেন, আমি এলে ডিএ আপনার অধিকার, চাকরি আপনার অধিকার, শিক্ষা আপনার অধিকার। আমাকে এনে দেখুন, ৬ মাসের মধ্যে শিল্প কীভাবে নিয়ে আসতে হয়, আমি দেখিয়ে দেব। মানুষ বিশ্বাস করল। একদিকে নন্দীগ্রামের গণহত্যা, অন্যদিকে সূচপুর নানুরের গণহত্যা, অটরবিহারী বাজপেয়ীজি, ভারতরত্ন তাঁর আশীর্বাদ। এই বাংলাতে মানুষ অনেক আশা করেছিল। আমরা তখন তরুণ ছিলাম। অনেক আশা নিয়ে পরিবর্তন করেছিলাম।'