'২২ জানুয়ারি এখানকার মন্দিরে এলইডি স্ক্রিনে থাকবে। উদ্বোধন দেখা যাবে। মন্দির সাজানো হবে সন্ধেবেলা। নন্দীগ্রামের ২০ হাজার পরিবারকে ৫টি করে প্রদীপ তুলে দেওয়া হবে।' বললেন শুভেন্দু অধিকারী।