SIR এর খসড়া তালিকা প্রকাশের পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, '২০২৪ সালের ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির পার্থক্য মাত্র ২১ লক্ষ। আমরা ২ কোটি ৩৩ লক্ষ ২৭ হাজার, আর ওরা ২ কোটি ৭৫ লক্ষের আশেপাশে। অর্থাৎ ৪১ লক্ষের মতো ভোটারের গ্যাপ ছিল। ৫৮ লক্ষ ভোট বাদ যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বিজেপির সঙ্গে ওদের কোনও পার্থক্য এই মুহূর্তে নেই। বিপুল সংখ্যক নাম আরও বাদ যাবে। এবং সংখ্যাটা আমি আগেও যেটা বলেছিলাম। আজ আর রিপিট করব না। সেই সংখ্যার থেকে বাড়বে।' এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, '২ মাস আগে আমি বলেছি, SIR করুন, TIR করুন, BIR করুন, FIR করুন..., যা ইচ্ছে করুন, ২০২১ সালে তৃণমূল কংগ্রেসের যা আসন ছিল, যা প্রাপ্ত ভোটের হার ছিল, একটা হলেও আসন বাড়বে। ভোটার হার বাড়বে। না বাড়লে, বিজেপির নেতারা যা বলবেন, আমি তাই করব। কিন্তু যদি বাড়ে, তা হলে বিজেপিকে ১০ কোটি বাঙালির কাছে ক্ষমা চেয়ে পশ্চিমবঙ্গের হকের যে টাকা আটকে রেখেছেন, তা ছেড়ে দিতে হবে ৭ দিনের মধ্যে। দেড় মাস হয়ে গিয়েছে। চ্যালেঞ্জ গ্রহণই করেনি। তা হলে ভয় কে পেয়েছে? আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি। ভয় ওরা (বিজেপি) পেয়েছে।'