'কখনও সত্য়ি কথা বের হয় না', বলে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) এদিন তোপ দাগলেন শুভেন্দু। 'উত্তরবঙ্গে কোনও উন্নয়নই হয়নি', কৃষি-সেচ ইস্যুতে শুভেন্দু অধিকারীর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Suvendu Attacks Mamata)। মূলত এদিন উত্তরকন্যা (Suvendu Adhikari In Uttarkanya Abhijaan) যাওয়ার পথে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আটকাল পুলিশ (Police)।