সরকারি ডাক্তারদের প্রেসক্রিপশনে ক্ষুব্ধ স্বাস্থ্য ভবন প্রেসক্রিপশনে জেনেরিক ওষুধ লেখার পরিবর্তে যথেচ্ছ লেখা হচ্ছে ওষুধের ব্র্যান্ড নাম। প্রেসক্রিপশন পড়ে বোঝা যাচ্ছে না রোগীর কী অসুখ হয়েছে। রোগীর শারীরিক অসুস্থতা সম্পর্কিত তথ্য অনেক সময়ই লেখা থাকছে না প্রেসক্রিপশনে। রোগীকে কোন ডাক্তার দেখেছেন, তাঁর পরিচয় জানা যাচ্ছে না প্রেসক্রিপশন থেকে। কতদিন, কী ডোজে ওষুধ খেতে হবে? কতদিন ধরে চিকিৎসা চলছে? উল্লেখ নেই প্রেসক্রিপশনে। গত ৬ মাস ধরে রাজ্যের বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্য ভবনের তরফে প্রেসক্রিপশন অডিট চালানো হয় : সূত্র স্বাস্থ্য ভবন