' মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মলয় সব দেখে নেবে, চিন্তা করতে হবে না। বিপদের সময় দলের কেউ পাশে দাঁড়ায়নি বলে বিস্ফোরক তাপসের পরিবার (Tapas Paul's Family)। পরিবারের অভিযোগ, '১ কোটি টাকার বেল বন্ডে জামিন পেয়েছিলেন তাপস পাল। দিদি আমাকে বলেছিলেন মলয়কে সব বলা আছে। টাকা পয়সা ও সবকিছু দেখে নেবে চিন্তা নেই। দলনেত্রীর আশ্বাসে শান্তি পেয়েছিলাম। ১ কোটি টাকার বেল বন্ড অনেক বড় বিষয়। পার্থ চট্টোপাধ্যায়, মলয় ঘটককে ক্রমাগত ফোন করলেও সেসময় কেউ ফোন ধরেননি। রাতের দিকে মলয় ঘটক ফোন ধরেন। মলয় দাকে জিজ্ঞাসা করি কী করব, দলনেত্রী তো বলে গিয়েছেন। উনি বলেছিলেন, চিন্তার কিছু নেই টাকা রেডি আছে। লোক টাকা নিয়ে রাতের ট্রেনে উঠে যাবে, সকালে পৌঁছে যাবে। সেই সকাল আজও আসেনি'