শান্তুনু সেন (Santanu Sen) বলেছেন, মমতা ও অভিষেকের মধ্যে বিভাদ করার চেষ্টা করে কোনও লাভ নেই। এই প্রসঙ্গে তরুণজ্যোতি (Tarunjyoti Tiwari) তোপ দাগলেন তৃণমূল নেতা শান্তনু সেনকে। তিনি বলেছেন,' কুণাল ঘোষের পিছনে অভিষেকের সাপোর্ট আছে। শান্তনু সেন বুঝতে পারছেন না, অভিষেক নাকি মমতাকে সমর্থন করবেন।'