বালেশ্বরের স্মৃতি উসকে বিশাখাপত্তনমে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। দুই প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে মৃত্যু হল ১৪ জনের। আহত ৫০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। রেল সূত্রে খবর, গতকাল সন্ধে ৭টা নাগাদ কণ্টকাপল্লির কাছে রায়গড়া প্যাসেঞ্জারের পিছনে ধাক্কা মারে বিশাখাপত্তনম-পলাসা প্যাসেঞ্জার। ট্রেনের ৩টি কামরা লাইনচ্যুত হয়। ইস্ট কোস্ট রেলের CPRO জানিয়েছেন, সিগন্যাল না মেনেই এগিয়ে গিয়েছিল বিশাখাপত্তনম-রায়গড়া প্যাসেঞ্জার। তার জেরেই দুর্ঘটনা।