Arup Chakraborty: 'ত্রিপুরায় প্রতিনিধিরা যাচ্ছে, নজর রাখছি সেখানে বিজেপি কী করে?' । অতীতে ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়েও হামলা হয়েছে' । 'ত্রিপুরায় বিজেপি যা চালিয়েছে সেটা লুম্পেনরাজ' । ত্রিপুরায় বিজেপি বিধায়ক সুশান্ত দেব দাঁড়িয়ে থেকে ভাঙচুর করিয়েছেন' । বিজেপির জেলা সভাপতি দাঁড়িয়ে থেকে ভাঙচুর করিয়েছেন' । 'পশ্চিমবঙ্গে বিজেপির একটা কার্যালয়ে ভাঙচুর হলে, পাশে থাকে প্রশাসন' । দু'গালে চড় মারলে তৃণমূল গান্ধীবাদ ছেড়ে সুভাষবাদ আঁকড়ে ধরবে' । বিজেপি সাংসদ রক্তাক্ত হলে, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দেখতে যান' । মমতা বন্দ্যোপাধ্যায় য়খন আহত হন, তাঁকে নিয়ে টিটকিরি দেওয়া হয়েছিল', মন্তব্য তৃণমূলের।