Arup Chakraborty: তাস খেলা, ঘুমানো বন্ধ করার হুঁশিয়ারি বাঁকুড়ার তৃণমূল সাংসদের। 'তাস খেলা, ঘুমানো বন্ধ করে নাগরিক কমিটি তৈরি করুন'। দলীয় কর্মীদের বার্তা বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। SIR-ইস্যুতে নাগরিক কমিটির পক্ষে সওয়াল বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর। 'সিপিএম-বিজেপি-দল পরে হবে'। 'মানুষকে ভোটার লিষ্টে নাম তোলার ব্যাপারে উৎসাহিত করতে হবে'। 'ভোটার লিষ্টে নাম না থাকলে বিদেশি তকমা দিয়ে দেবে'। 'কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে'। SIR-ইস্যুতে নাগরিক কমিটির পক্ষে সওয়াল বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর।