Kolkata News: নির্বাচনের আগেই SIR কেন ? খুবই সন্দেহজনক : ব্রাত্য বসু। আগামী মঙ্গলবারই কলকাতায় আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী ও নির্বাচন কমিশনের IT ECI সীমা খান্না। পরদিন, অর্থাৎ বুধবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমের রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে চলেছেন তাঁরা। প্রতিটি জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO, এডিএম ইলেকশন, ওসি ইলেকশন ও IT কর্মীদের বৈঠকে যোগদান বাধ্যতামূলক বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবারের বৈঠকের শেষে বিভিন্ন জেলার সদর দফতর, মহকুমা ও ব্লক অফিস পরিদর্শনে যাবেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। এরমধ্যেই ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত সব অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করায় জোর দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে।