Burdwan News: গণতান্ত্রিকভাবে বিজেপিকে পরাস্ত করব, হুঁশিয়ারি তৃণমূল নেতা সোহমের।বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বিজেপিকে নিশানা বিধায়ক সোহম চক্রবর্তীর'আমরা ১ সেকেন্ডের জন্য গণতন্ত্রের চিন্তা থেকে সরে গেলে বিজেপির একটা পতাকাও দেখাতে পারবে না'।'গণতন্ত্রে আছে বলেই বিজেপি মিটিং, মিছিল করতে পারছে'। 'আগামী নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করা হবে'।'বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের পূজারি মমতা বন্দ্যোপাধ্যায়'।