Sovandeb Chatterjee: আজ ভাইফোঁটা। ভাই-বোনের বন্ধন উদযাপনের বার্ষিক পার্বণ। ভাইদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু প্রার্থনার দিন। এদিন ভাইফোঁটা নিলেন খড়দার তৃণমূল বিধায়ক ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও। ভাইফোঁটার দিনটি তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ এবিপি আনন্দকে জানালেন সেকথা।