Sujit Bose: 'ভোট এলে প্রত্যেকবারই ওঁরা এটা করে। যাঁরা সক্রিয়ভাবে পার্টিতে কাজ করে তাঁদের বাড়ি, অফিস এসব জায়গায় যায়', প্রতিক্রিয়া সুজিত বসুর। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান ED-র। সল্টলেকে মন্ত্রী সুজিত বসুর অফিসে হানা। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের লেকটাউনের বাড়িতেও ED