ABP Ananda LIVE : '২০২২ সালের ভিডিও, একটা জমির জন্য লেনদেন হচ্ছিল', পাশে বসেছিলাম, দাবি তৃণমূল নেতা মহম্মদ গিয়াসউদ্দিন মণ্ডলের। জমি কেনাবেচার টাকা গোনা চলছিল, দাবি ব্যবসায়ীর। তদন্ত করে দেখা হবে, কোনও দোষ প্রমাণ হলে ব্যবস্থা, দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।