'এমন একটা জায়গা চাইছে যেখানে অমিত শাহ সাংসদদের মুখোমুখি না হয়ে বেরিয়ে যেতে পারেন। আর স্পিকার সব দায়িত্ব নিজের কাঁধে নিচ্ছেন। এই ব্য়র্থতার দায় দিল্লি পুলিশের।'' সংসদে স্মোককাণ্ড প্রসঙ্গে মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।