ধর্মের নামে পুতুল খেলা শুরু করেছে দিল্লি। এই বলেই বিজেপিকে আক্রমণ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, 'দিল্লির লোকেরা একটা পুতুল খেলার মঞ্চ তৈরি করেছেন। ধর্মের বিষাক্ত আফিম নিয়ে পুতুল খেলা চলছে। তাঁরা একপক্ষকে দিয়ে উগ্র হিন্দু মার্কেটিং করাচ্ছে। আর কিছু মুখোশ তৈরি করছেন, যাঁরা উগ্র মুসলিম কথা বলে কিছু মুসলমানকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। ভোট ভাগাভাগির খেলায় এই গোটাটার সুতোটা টানবে কিন্তু ভারতীয় জনতা পার্টি। এটা বাংলার মানুষ বুঝে যাচ্ছে।'