ইন্ডিগো বিমানের সমস্যার ফলে প্রচুর যাত্রী চূড়ান্ত হয়রানির শিকার হয়েছেন। এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তোপ দেগেছেন বিজেপি সরকারের বিরুদ্ধে। সুর চড়িয়ে তিনি বলেন, 'ইন্ডিগো বিমানের সমস্যার জন্য প্রচুর মানুষের হয়রানি হয়েছে। আর সেই সময় অপরদিকে বিমানের ভাড়া প্রচুর বাড়িয়ে দেওয়া হল। অসামরিক বিমান পরিবহন দফতর কী করছিল তখন? ইন্ডিগোর না হয়, সমস্যা হল, কিন্তু এই সময় এমনভাবে বিমান ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকা তুলে নেওয়া হল, সেই সময় কি আপনারা বসে আঙুল চুষছিলেন? এই গোটা ঘটনার জন্য, কেলেঙ্কারির জন্য কেন্দ্রের বিজেপি সরকার দায়ী।'