কয়েকদিন আগে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন ভরতপুরে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর। সম্প্রতি জানা গিয়েছে হুমায়ুন কবীরের কাছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বাবরি মসজিদ বানানোর প্রস্তাব এসেছে। এই প্রসঙ্গে হুমায়ুনকে এবিপি আনন্দের পক্ষ থেকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'বীরভূম থেকে অফার আছে। আর মালদা থেকে অফার আছে। তবে আমি বলেছি আগে এটা অর্থাৎ মুর্শিদাবাদের বাবরি মসজিদের কাজের অগ্রগতি হোক। এই মসজিদ সম্পূর্ণ হতে সময় লাগবে প্রায় ৩ বছর। আসলে প্রজেক্টটা অনেকটাই বড়। মসজিদের পাশে বড় হাসপাতাল হবে, তার সঙ্গে মেডিকেল কলেজ হবে। একইসঙ্গে একটা হোটেল কাম রেস্তোরাঁ হবে, পার্ক হবে, হেলিপ্যাড হবে।'