পঞ্চায়েত ভোট মিটতেই ভাঙড়ে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কর্মিসভা থেকে দলেরই নেতাকে নিশানা দাগলেন আরাবুল ইসলাম। বিধায়ক সওকত মোল্লাকে পাশে বসিয়ে আরাবুলের অভিযোগ, দলেরই কিছু লোক ISF-কে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে। দলের ভিতরের খবর পৌঁছে যাচ্ছে বিরোধীদের কাছে। কারা এ কাজ করছে, তাদের চিহ্নিত করতে হবে। আরাবুলের তির মূলত ভাঙড়ের শানপুকুর অঞ্চল কমিটির সদস্য শরিফুল আলমের দিকে। শরিফুল দলীয় সভায় যোগ দিতে কর্মীদের বাধা দিচ্ছেন বলেও আরাবুলের অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ওই নেতা। ISF-র কটাক্ষ, টাকা দিয়ে পদ কেনা হলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবেই।