জোড়া অগ্নিকাণ্ড শিলিগুড়ি-নকশালবাড়িতে । শপিং মলের পাশে লাইটপোস্টে আগুন লাগে। তা ছড়িয়ে পড়ে শপিং মলের একাংশে। পুজোর আগে আগুনের গ্রাসে ক্ষতিগ্রস্ত ২২টি দোকান।