TMC News: 'গোটাটা অমিত শাহের খেলা। উনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর মতো কাজ করেন। প্রধানমন্ত্রী সব জানেন। আমরা অনুরোধ করতে পারি। সর্বদা অমিত শাহকে বিশ্বাস করবেন না। একদিন উনি আপনার বড় মীরজাফর হয়ে যাবেন। সময় থাকতে সাবধান হোন।', প্রধানমন্ত্রীকে বার্তা মমতার।