Mamata Banerjee: ''বহিরাগতে ভরছে ভবানীপুর'', ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। 'বহিরাগত বলতে, যারা থাকেন, তাদের কথা বলিনি' । 'আমি কাউন্সিলরদের বলছিলাম, এটা আমার অধিকার' । কেন বস্তি উঠিয়ে বাড়ি ? তা নিয়ে কাউন্সিলরদের বকছিলাম' 'বহিরাগত বলতে আমি একটা রাজনৈতিক দলকে বলেছি' । যারা বাইরের লোক নিয়ে বাইরের লোকের নাম তুলছে, তাদের বলেছি' । 'ভোটের নাম করে কিছু বহিরাগত আসে, গেস্ট হাউস ভাড়া করে, ফ্ল্যাট কেনে' । ভবানীপুরে বহিরাগত-মন্তব্য বিতর্কে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।