শীতের সকালে কলকাতায় ম্যারাথন (Tata Marathon))। টাটা ম্যারাথনে ২৫ কিলোমিটার দৌড়ে অংশ নেন ১৭ হাজার ৫৫৭ জন প্রতিযোগী। এবারের ম্যারাথনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ১৯৮৮ সালে অলিম্পিক্সে রুপোজয়ী অ্যাথলিট কলিন জ্যাকসন (Colin Jackson)। আজ রেড রোডে সূচনা হয় কলকাতা ম্যারাথনের। উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। এবার ৮ বছরে পা দিল টাটা ম্যারাথন।