WB News: রূপনারায়ণ নদী বাঁধে ভাঙন, মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রামে আতঙ্ক। প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় শুরু হয়েছে মেরামতের কাজ। গতরাতে ১০০ ফুট কংক্রিটের ঢালাই রাস্তায় ধস। রূপনারায়ণের নদী বাঁধ চলে গিয়েছে নদী গর্ভে। নদী ভাঙন ঘিরে উত্তেজনা মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে। প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নদী বাঁধ মেরামতির কাজ শুরু।