Toto Registration: রাজ্যের সব টোটোকে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত । টোটোগুলিকে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নিল পরিবহণ দফতর । কিউআর কোড দেওয়া স্টিকার লাগানো হবে সব টোটোর গায়ে । চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর টোটো চলার রাস্তা বেছে দেওয়া হবে । পুলিশ, পরিবহণ দফতর এবং ইউনিয়ন মিলে ১৩ নভেম্বরের মধ্যে চিহ্নিতকরণের কাজ শেষ করবে অনলাইনের পাশাপশি কিছু সরকারি সহায়তা কেন্দ্র থেকেও করা যাবে প্রক্রিয়াটি । ৩০ নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রশন করানো বাধ্যতামূলক । যাঁরা করবেন না তাঁদের টোটো রাস্তায় চলতে দেওয়া হবে না, জানিয়েছে পরিবহণ দফতর রাজ্য সরকারকে অন্ধকারে রেখে ভবিষ্যতে লোকাল ভেন্ডার বা কোনও কোম্পানি টোটো তৈরি, বিক্রি করতে পারবে না