দুপুরেই অন্ধকার, কালো মেঘে ঢাকল কলকাতার আকাশ। ফের বৃষ্টি শুরু কলকাতায়। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে কমলা সতর্কতা জারি। কলকাতা ও পাশ্বর্বর্তী অঞ্চলে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও উপকূলবর্তী অঞ্চলে কমলা সতর্কতা জারি। পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও উপকূলবর্তী অঞ্চলে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।