Weather Update: আলিপুর আবহাওয়া দফতর সুত্রে খবর, পুজোর আগে যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। খুব বেশি হলে কোনও কোনও এলাকায় ১১ মিমি বৃষ্টি হতে পারে । আজ, অর্থাৎ একাদশীতেও একই পূর্বাভাস থাকছে। আগামী ২৪ ঘণ্টায় সমুদ্র তীরবর্তী এলাকায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। কোথাও কোথাও অতিভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে। শনিবার, অর্থাৎ দ্বাদশীর দিন, দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টির পরিমাণ একটু কমতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে গভীর সমুদ্র থেকে উপকূলের দিকে এগোচ্ছে নিম্নচাপ। আজ সন্ধে নাগাদ ওড়িশা উপকূলে ঢুকতে পারে নিম্নচাপ। কাল পর্যন্ত উপকূল এলাকায় ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শনিবার সকাল পর্যন্ত গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা। কাল সকালের পর থেকে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে কমবে বৃষ্টির দাপট। নিম্নচাপ ক্রমে এগোবে উত্তরের দিকে, কাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দক্ষিণে কমবে বৃষ্টি, বাড়বে উত্তরবঙ্গের ৫ জেলায় কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ ৫ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ে হতে পারে ভূমিধস, সতর্ক থাকার পরামর্শ আবহাওয়া দফতরের। আগামী রবিবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে।