পৌষের শেষ বেলায় ফিরতে চলেছে শীত। আজ থেকেই হিমেল হাওয়া। কাল থেকে পারদ-পতন। ৩ থেকে ৪ ডিগ্রি নামতে পারে পারদ। গোটা দক্ষিণবঙ্গেই হবে শীতের কামব্যাক।