আজ মরশুমের শীতলতম দিন, পারদ নামল ১১-র ঘরে।কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ৮ ডিগ্রি কম, শীতে কাঁপছে শহর। গত ৫ বছরের নিরিখে আজ শীতলতম ডিসেম্বর।গতকালের থেকে দেড় ডিগ্রিরও বেশি নামল তাপমাত্রা। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যে জাঁকিয়ে শীত। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের অনেকটা নীচে।গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৫.৮ ডিগ্রি সেলসিয়াস কম।উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মোট ১০ জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা। শীতের দাপট জারি থাকবে রাজ্যজুড়ে, পূর্বাভাস আবহাওয়া দফতরের।