Weather Update: আজ ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পরিমাণ বাড়বে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। কাল থেকে বুধবার উৎসবের মরশুমে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে কাল বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। ২৪ অক্টোবর গভীর নিম্নচাপ, বাড়বে বৃষ্টির পরিমাণ।