আজ, কাল, পরশুতে একইরকম ঠান্ডার আবহাওয়া থাকবে। মঙ্গলবার পর্যন্ত একই তাপমাত্রা থাকবে। তারপর থেকে টানা বাড়বে কলকাতা তাপমাত্রা। পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে শৈত্যপ্রবাহ পরিস্থিতি আজ ও আগামীকাল থাকবে।