প্রথমবার ১৫ ডিগ্রি সেন্টিগ্রেডের নীচে নামল কলকাতার পারদ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত এর আশেপাশেই থাকবে তাপমাত্রা। সবে ডিসেম্বর। এখনও শীতের লম্বা ইনিংস বাকি।