Malda incident : ইঞ্জিনিয়ারিং ছাত্রকে তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে 'মারধর'।মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলর কাকলি চৌধুরীর বিরুদ্ধে।অভিযুক্ত কাউন্সিলর ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর স্ত্রী।ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের আক্রান্তের ।আক্রান্ত ছাত্র সংবিদ গোস্বামী ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র।'তৃণমূল কর্মীরা জোর করে আমায় দলীয় কার্যালয়ে তুলে নিয়ে যায়'।'সেখানে কাকলি চৌধুরী ও তাঁর অনুগামীরা আমায় বেধড়ক মারধর করে'।বাবা কাজল গোস্বামীকেও হুমকি দেওয়া হয়, দাবি আক্রান্ত ছাত্রের।আক্রান্ত ছাত্রের বাবা কাজল গোস্বামী বিজেপি নেতা।'আমি বিজেপি করায় আমার ছেলেকে তুলে নিয়ে গিয়ে মারধর কাউন্সিলরের'।'আমায় ও আমার ছেলেকে খুনের হুমকি দিয়েছেন কাকলি চৌধুরী'।অভিযোগ আক্রান্ত ছাত্রের বাবা কাজল গোস্বামীর, অভিযোগ অস্বীকার কাকলি চৌধুরীর ।আক্রান্তের বিরুদ্ধে পুরসভার স্বাস্থ্য ভবনের নিরাপত্তাকর্মীকে মারধরের পাল্টা অভিযোগ অভিযুক্ত কাউন্সিলরের। 'আমাদের দলের কোনও কর্মীও যদি অনৈতিক কাজ করে থাকেন'।তাকে কখনও আমরা আড়াল করি না, মন্তব্য চন্দ্রিমা ভট্টাচার্যের।