এসআইআর নিয়ে বঙ্গ রাজনীতিতে জোর চর্চা জারি। ছাব্বিশের ভোটের ফলাফলে এসআইআর কতটা ছাপ ফেলবে, তা সময়ই বলবে। ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। তারইমাঝে এ বার ভোটারদের বাড়িতে হাজির কমিশনের বিশেষ অবজার্ভার। মঙ্গলবার তপসিয়ায় ভোটারদের বাড়ি বাড়ি পরিদর্শন করলেন কমিশনের অবজার্ভার। তথ্য যাচাইয়ের কাজে একেবারে আসরে কমিশনের স্পেশাল অবজার্ভার সি মুরুগান। এসআইআরের কাজ যাতে নির্ভুল হয়, তাই ফর্ম ফিল আপের কাজের শেষবেলায় আরও ৫ স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করল নির্বাচন কমিশন।