শুক্রবার থেকে নাগাড়ে ভারী বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। নিম্নচাপ আর মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণ ২৪ পরগনা জুড়ে দুর্যোগ। এর মধ্যেই সমুদ্রে ইলিশ ধরতে যাওয়া ৩টি ট্রলারের ৬৪ জন মৎস্যজীবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন মৎস্যজীবী সংগঠন জানিয়েছে, কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার থেকে এই ট্রলারগুলি গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। সমুদ্র উত্তাল থাকায় বিভিন্ন খাঁড়িতে আশ্রয় নেন মৎস্যজীবীরাগত দু’দিন ধরে তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, তল্লাশি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী। আগামীকাল ষাঁড়াষাঁড়ির কটাল, জলস্তর বাড়লে সুন্দরবনের মাটির বাঁধগুলি ভেঙে পড়ার আশঙ্কা কোথাও কোথাও ইতিমধ্যেই ধস ও ফাটল দেখা দিয়েছে। আতঙ্কিত উপকূলের বাসিন্দারা, জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম।