Weather Update: আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রাজ্যে জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এদিকে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তর দিনাজপুর জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। এমন আবহাওয়া থাকবে কাল রবিবার পর্যন্ত।