পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপ লাগাতার বাড়ছে। কিন্তু তাপমাত্রার পারদ বলছে অন্য কথা। টানা ৩ দিন পনেরোর ঘরে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি। দার্জিলিংয়ে ৪.৫ ডিগ্রি, শ্রীনিকেতনে ৯.৮ ডিগ্রি, বাঁকুড়ায় ১০ ডিগ্রি, আলিপুরদুয়ারে ১১ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন সারা রাজ্যে পুরোদমে শীতের আমেজ থাকবে। আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।