পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে হাতির হামলায় মৃত্যু ১ গ্রামবাসীর। স্থানীয় সূত্রের দাবি, গতকাল রাতে আচমকা লোকালয়ে ঢুকে পড়ে একটি দলছুট বুনো হাতি। এরপরই এক স্থানীয় ব্যক্তির উপর হামলা চালায় সেই হাতিটি। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃতের নাম মোহন সোরেন। গতকাল এক আত্মীয়র বাড়িতে যাবেন বলে বেরিয়েছিলেন তিনি। এরপরই ঘটে যায় এই ঘটনা।