হুমায়ুন কবীরে নতুন দল 'জনতা উন্নয়ন পার্টি'-র প্রথম ঘোষণা কী হতে চলেছে? এই প্রশ্নের উত্তরে হুমায়ুন বলেন, 'বাংলার মানুষের উন্নয়ন করা।' কোন দলের সঙ্গে জোট করে এগোতে যান? এই প্রশ্নের উত্তরে হুমায়ুন বলেছেন, 'জোটের বিষয়টা অনেক জটিল আছে। একলা চলতে প্রস্তুত। আমি ওপেন বলেছি, আজ আমার পার্টির পথ চলা শুরু হবে।'